সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০৩ ইংরেজি সনে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞানসেবা প্রদান করে আসছে।
মাদ্রাসাটি সৈয়দপুর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এবং এটি "সৈয়দপুর শামছিয়া মাদ্রাসা" নামেও পরিচিত। বর্তমানে এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং দাখিল ও আলিম স্তরের পাঠ্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়।
মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর ২০১৮ সালের ২৪শে এপ্রিল, মাদ্রাসাটির নাম পরিবর্তন করে "সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলিয়া মাদ্রাসা" থেকে "সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা" রাখা হয়। দীর্ঘ শতাব্দীর শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্য ধারণ করে, মাদ্রাসাটি ইসলামী জ্ঞানচর্চা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
একটি মন্তব্য পোস্ট করুন