জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের বহু প্রতীক্ষিত মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা ছিল গ্রামবাসীর বহুদিনের লালিত স্বপ্ন, এরই মধ্যদিয়ে আজ-তা বাস্তবে রূপ নিল।
অনুষ্ঠানের আয়োজন ও পরিবেশ:
ইসলামপুর মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি হাজি বাবুল আহমদ, এবং সঞ্চালনা করেন মোঃ জুবায়েল আহমদ শিপন। সূচনায় ক্বারী মাওলানা আব্দুল করিম হুসাইনী পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।
বক্তব্য ও অতিথিবৃন্দদের অংশগ্রহণ:
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসা কমিটির সেক্রেটারি আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আমির আলী সাহেব (শিক্ষক, পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ফজলে আহমেদ সাহেব (প্রধান শিক্ষক, শাহ জালাল উচ্চ বিদ্যালয়)। আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব জয়তুন মিয়া (লন্ডন প্রবাসী), ড. জে এম কে আজাদ, জনাব হাজী আবুল বশর সাহেব, ক্বারী শেখ ছালিক আহমদ সাহেব, মাওলানা আজিজুর রহমান সাহেব, মাওলানা আমিনুর রহমান সাহেব, মাওলানা দিলোয়ার হোসাইন সাহেব এবং মাদ্রাসা সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্টজন।
অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন সাহেব, আব্দুল মোসব্বির সাহেব, আবুল হুসেন সাহেব, এলাইছ মিয়া সাহেব, মখদ্দছ আলী সাহেব এবং আরও অনেকে। এছাড়া প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ হুসাইন আহমদ হুসন (লন্ডন প্রবাসী), জনাব রুহুল আমিন, জনাব ফজলুর রহমান মোয়াজ্জিন (সাবেক মেম্বার), জনাব আব্দুল কালাম, জনাব আইন উদ্দিন, জনাব আব্দুস ছমির, প্রবীণ মুরুব্বি আবাছ আলী সাহেব, আফসর উল্লাহ সাহেব, জনাব নূর ইসলাম, আব্দুল হক সাহেব, জনাব রফিকুর রহমান, জনাব সাহেল আহমেদ, জনাব রুবেল আহমেদ (ডুবাই প্রবাসী), জনাব শিপন আহমেদ, জনাব শাবুল মিয়া, জনাব হাবিবুর রহমান, জনাব ক্বারী আহাদুর রহমান, জনাব নূরু আহমেদ, জনাব আলতা মিয়া, জনাব ফয়জুল মিয়া, জনাব আব্দুল জফুর, জনাব সাব্বির আহমদ, জনাব মজিবুর ইসলাম, জনাব ক্বারী শেখ ইমাদ উদ্দিন, জনাব আব্দুল তারিছ মিয়া, জনাব হোসাইন আহমেদ মহসিন, হাফেজ ক্বারী মাওলানা দেলোয়ার, জনাব মোরশেদ আহমদ, জনাব বদর উদ্দিন, জনাব আকলাবুর, জনাব হামিদুর রহমান (ওমান প্রবাসী) জনাব আব্দুল লতিফ, জনাব ছানু মিয়া, জনাব আব্দুল হাশিম, এবং জনাব শুকুর মিয়া সহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বুধরাইল গ্রামের শালিসি ব্যাক্তিত্ব আবুল বশর (শুনু মিয়া) সাহেব, শাহ নূর আহমেদ সাহেব। সোনাতনপুর গ্রামের, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল কাদির বুলবুল সাহেব (যুক্তরাজ্য প্রবাসী) সহ,পার্শ্ববর্তী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
এসময়, ইসলামপুর আশার আলো ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, একতা স্পোর্টিং ক্লাব এবং শামসুল উলামা ফাউন্ডেশন, ইসলামপুর- এর সকল সদস্য এবং পার্শ্ববর্তী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাদ্রাসা প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট:
ইসলামপুর গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠা করা ছিল গ্রামবাসীর বহুদিনের লালিত এক স্বপ্ন। ইসলামপুর মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা ১৯৮৪ ইংরেজি সনে গ্রামবাসীর সম্মিলিত সিদ্ধান্তে শুরু হয় এবং সে বছরই গ্রামবাসী ঐক্য হয়ে মাদ্রাসার জন্য জায়গা নির্ধারণ করেন। এরপর অপেক্ষায় কেটে যায় অনেকগুলো বছর। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে গ্রামবাসীর সেই স্বপ্ন পূর্ণতা পেল।
বিশেষ অনুষ্ঠানমালা ও মাদ্রাসা নিয়ে ভবিষ্যৎ প্রত্যাশা:
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। লন্ডন প্রবাসী হোসাইন আহমেদ হুসন সাহেবের পক্ষ হতে এ শিরনী বিতরণ হয়। মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামপুর গ্রাম শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গ্রামবাসী।
গ্রামবাসীর কৃতজ্ঞতা প্রকাশ:
ইসলামপুর গ্রামবাসী আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নিজ এলাকা ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন মাদ্রাসাটি ভবিষ্যতে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষভাবে যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ সকল প্রবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। তাদের অর্থ, পরামর্শ এবং সময়ের জন্য গ্রামবাসী তাদেরপ্রতি চির-কৃতজ্ঞ। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী, হাসান আহমদ সাহেব (মাঝপাড়া), আব্দুস সালাম সাহেব (পশ্চিম পাড়া), হোসাইন আহমেদ (কোনা বাড়ী) এবং জামিল আহমদ সাহেব (পূর্বপাড়া) তাদের উদ্যোগ ও চেষ্টায় গ্রামের সকল মানুষের বহুদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিলো। গ্রামের প্রতি তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইসলামপুর গ্রামের মাদ্রাসা:
এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং গ্রামবাসীর ঐক্য, বিশ্বাস এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রতীক।
একটি মন্তব্য পোস্ট করুন